ইনসাইড পলিটিক্স

ঢাকা জেলা সম্মেলনে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী


প্রকাশ: 29/10/2022


Thumbnail

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন জায়গায় থেকে মিছিলসহ কর্মীদের স্রোত শুরু হয়েছে সম্মেলন স্থলের মাঠে। 

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ-এই ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা আওয়ামী লীগ ইউনিট।

কেরানীগঞ্জ থেকে আগত আওয়ামী লীগ কর্মী মাহাতাব হোসেন বলেন, ঢাকা জেলায় আওয়ামী লীগ শক্তিশালী। এই সম্মেলনে কেরানীগঞ্জ থেকে ৫০ হাজার মানুষের আগমন ঘটবে।

সাভার থেকে আগত মিঠুন সরকার বলেন, হাজার হাজার নেতাকর্মী প্রমাণ করবে আওয়ামী লীগ সংগঠিত। বিএনপির কোনো হুমকি-ধমকি ভয় পায় না।

এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭