ইনসাইড বাংলাদেশ

টেকনাফে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক শুরু


প্রকাশ: 30/10/2022


Thumbnail

সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত আজ রোববার সকাল ১০টার দিকে শুরু হয়েছে।

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে দুটি স্পিডবোটে করে নাফ নদী পাড়ি দিয়ে বিজিপির সাত সদস্যের একটি দল টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের গাড়িতে করে শাহ্পরীর দ্বীপে বিজিবির সীমান্ত চৌকি–সংলগ্ন বাংলোতে নেওয়া হয়। সেখানেই পতাকা বৈঠক হচ্ছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বলেন, তাঁর নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে বসবে। তবে মিয়ানমারের প্রতিনিধিদলের পক্ষে কে নেতৃত্ব দেবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। আজ বিকেল চারটার দিকে টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭