ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ জিততে পাকিস্তানের লক্ষ্য মাত্র ৯২ রানের


প্রকাশ: 30/10/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ৯২ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করে উঠতে পারেনি ডাচরা। আফ্রিদী-নাসিমদের নিয়ন্ত্রিত বোলিং রান তুলতে পারছিলেন না ডাচ ব্যাটসম্যানরা। উল্টো চাপ সৃষ্টি করে উইকেট তুলে নিতে থাকে পাকিস্তান। ৭ রানে ওপেনার স্টিফান মেবার্গের উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে দলীয় ১৮ রানে সবচেয়ে বড় ধাক্কা খায় কমলা জার্সিধারীরা। হারিস রউফের একটি বল আঘাত হানে ডাচ অলরাউন্ডার বাস ডি লিডের হেলমেট। এতে চোখে বেশ আঘাত পান তিনি। পরে ফিজিওর সাথে মাঠ ত্যাগ করেন ডি লিড। এ ঘটনার পর ১ রানের ব্যবধানে টম কুপারের উইকেট হারায় দলটি।

মিডলঅর্ডারে কলিন অ্যাকারম্যান ২৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ১৫ রান ছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি কোন ব্যাটাসম্যান। এতেই স্কোরবোর্ড থমকে যায় ডাচদের। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান তুলতে পারে নেদারল্যান্ডস। এবারের আসরে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন শাদাব খান। ২টি উইকেট পান মোহাম্মাদ ওয়াসিম। তবে আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকলেও, এ ম্যাচ এবারের বিশ্বকাপে নিজের প্রথম উইকেটের দেখা পান ইনজুরি থেকে ফেরা শাহিন শাহ আফ্রিদী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭