ইনসাইড গ্রাউন্ড

চোখের নিচে ৬ সেলাই ডি লিডের


প্রকাশ: 30/10/2022


Thumbnail

চোখের নিচে ৬টি সেলাই পড়েছে নেদারল্যান্ডসের বাস ডি লিডের। পার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আঘাত পান এই ডাচ অলরাউন্ডার। ওপেনার স্টেফান মাইবার্গ আউট হলে ব্যাট করতে ক্রিজে আসেন ডি লিড। পাকিস্তানি পেসার হারিস রউফের গতি আর বাউন্সারের কাছে বারবার পরাস্ত হচ্ছিলেন ডি লিড। পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলটিও ছিল বাউন্সার। বলটির গতি ছিলো ১৪২ কিলোমিটার। 

ডি লিড পুল করার চেষ্টা করলেও ব্যাটে-বলে মেলাতে পারেননি। বাউন্সারটি আঘাত করে ডি লিডের হেলমেটের গ্রিলে। সাথে সাথে মাঠে ফিজিওকে ডেকে নেয়া হয়। হেলমেট খোলার পর দেখা যায় ডান চোখের নিচে কেটে গেছে। চোটের অবস্থা খারাপ দেখে সে সময়ই এই অলরাউন্ডারকে নিয়ে মাঠ ছাড়েন ফিজিও। পরে জানা যায়, চোখের কাটা জায়গায় ৬টি সেলাই দিতে হয়েছে।  ডি লিডের কনকাশন বদলি হিসেবে ম্যাচ খেলেন লোগান ফন বেক।

ম্যাচ চলাকালীন সময়ে সেলাই নিয়ে ডাগ আউটে বসে থাকতে দেখা যায় ডি লিডকে। ভিডিও ফুটেজে দেখা যায়, তার ডান চোখ বেশ ফুলে গেছে। কালো হয়ে আছে কিছু অংশ। তবে হাসি মুখেই সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

এই বিশ্বকাপে ডাচদের সেরা পারফরমারদের একজন ডি লিড। বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের দুই ম্যাচের জয়ের নায়কও ছিলেন এই অলরাউন্ডার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭