ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ অভিযান


প্রকাশ: 30/10/2022


Thumbnail

নীলফামারীতে দুর্যোগ মোকাবেলায় জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) জেলা ও সদর উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা আনসার ভিডিপি কার্যালয় ও সদর উপজেলার যাদুর হাট আনসার ও ভিডিপি ক্লাব সমিতিতে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আয়নাল হক, সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি বলেন, 'সকলের মনে রাখতে হবে নিজের সন্তানের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যেমন যত্ন নিতে হয়, তেমনি গাছ লাগানোর পর গাছের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যত্ন নিতে হবে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আহবান জানান।'

সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম জানান, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও মহাপরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এজন্য বাহিনীর একাডেমি, আনসার ব্যাটালিয়ন, জেলা, উপজেলা ও আনসার-ভিডিপি ক্লাব-সমিতির আওতাভুক্ত বিভিন্ন যায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।'


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭