কালার ইনসাইড

'পরাণ'র থেকে দ্বিগুণ হল পেয়েও পিছিয়ে 'দামাল'


প্রকাশ: 30/10/2022


Thumbnail

স্বল্প বাজেটের ‘পরাণ’ সিনেমা ঈদুল আজহায় মাত্র ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলে। বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিট না পেয়ে অপেক্ষা করতে হয় দর্শকদের। এরপরই মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। এ সিনেমাও দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমা দুটি প্রদর্শিত হচ্ছে। এ দুটো সিনেমার সফলতায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা নতুন করে আশার আলো দেখে।

এরপর গত তিন মাসে ডজন খানেক সিনেমা মুক্তি পায়। কিন্তু সেগুলো ব্যবসা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা এখনো অব্যাহত রয়েছে বলে মত দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকে।

গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফির ‘দামাল’ সিনেমা। এটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন সিয়াম, রাজ ও মিমসহ অনেকে। কিন্তু মুক্তির প্রথম দিনে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে দু-একটি শো হাউজফুল গেলেও অধিকাংশ প্রেক্ষাগৃহের শো ছিল গড়পড়তা। এমনটাই দাবি করেছেন হল কর্তৃপক্ষ।

দেশের শীর্ষ অভিজাত সিনেমা হল মধুমিতায় ‘দামাল’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সেখানে দর্শকদের উপস্থিতি খুব বেশি ভালো নয়। সিনেমাটির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘‘আমাদের এখানে মোটামুটি যাচ্ছে। ‘পরাণ’, ‘হাওয়া’-এর মতো নয়।’’

অন্যদিকে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স সিনেমাটি দেখে দর্শক প্রশংসা করছেন বলে জানান মধুবন হলের পরিচালক ইউনুস রুবেল। তিনি বলেন, ‘‘দামাল’ সিনেমায় কোনো নেগেটিভ কমেন্টস নেই। যারা দেখছেন তারা প্রশংসা করছেন। শুক্রবার যে শ্রেণির দর্শক সিনেমাটি দেখেছেন, আজকে সে শ্রেণির দর্শক নেই। শুক্রবার গোল্ডের দর্শক বেশি ছিলেন। আজকে আছে আপার ক্লাসের দর্শক। এখনো হাউজফুল হয়নি। তবে ফেলে দেওয়ার মতো নয়। আবার ‘হৃদিতা’র মতো অত কম দর্শক নয়। আমার মনে হচ্ছে, অপেক্ষা করতে হবে। ‘হাওয়া’, ‘পরাণ’-এর মতো হাইপ উঠেনি।’’ 

যমুনা ব্লকবাস্টারের অপারেশন হেড এএইচ রাজু বলেন, ‘‘রায়হান রাফির সিনেমার একটা ক্রেজ আছে। তার ‘পরাণ’ সিনেমা ভালো গেছে; ‘দামাল’-এরও মেকিং ভালো। শুক্র-শনি ভালো গিয়েছে। আজকে কোন শো হাউজফুল যায়নি।’’

লায়ন সিনেপ্লেক্সের প্রত্যেক শোয়ে ১০-১৫ জনের বেশি দর্শক হচ্ছে না বলে কেউ কেউ দাবি করেছেন। লায়ন সিনেমা হলের শাওন নামে এক কর্মকর্তা বলেন, ‘‘আজকের রিপোর্ট বলতে পারছি না। গতকালকে এভারেজ গিয়েছে। ভালো আবার খারাপ বলব না। কোনো শো হাউজফুল যায়নি এতটুকু বলতে পারছি। আমাদের এখানে ‘পরাণ’, ‘হাওয়া’ এখনো চালাচ্ছি।’’

সুপার হিট হওয়া ‘পরাণ’ সিনেমার সঙ্গে ‘দামাল’-এর তুলনা করছেন না নির্মাতা রায়হান রাফি। তিনি বলেন, ‘‘দর্শকদের রেসপন্স ভয়াবহ ভালো। ‘পরাণ’ সিনেমায় কিছু অবজেকশন ছিল। কিন্তু ‘দামাল’-এ শতভাগ পজিটিভ রেন্সপন্স পাচ্ছি। মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে মানুষের একটা ধারণা ছিল গান-টান থাকবে না। কিন্তু যারা আসতেছেন তারা বুঝেছেন। মধুমিতায় প্রথম দুদিন ভালো গিয়েছে। আজকে একটু কম। তবে খুব ভালো হওয়ার কথা নয়, কারণ এটা ঈদ নয়। মধুমিতায় ‘পরাণ’ হাউজফুল গিয়েছে, সব তো আর ‘পরাণ’ হবে না।’’

গুঞ্জন উঠেছে নির্মাতারা ভাড়া করে দর্শক নিয়ে যাচ্ছেন প্রেক্ষাগৃহে। এ বিষয়ে রায়হান রাফি বলেন, ‘ভাই, কয়টা হলে দর্শক ভাড়া করে নেওয়া যায়? এটা কী সম্ভব?’

মুক্তিযুদ্ধকালীন একটি ফুটবল দলের গল্পকে কেন্দ্র করে নির্মিত দামাল ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭