টেক ইনসাইড

টুইটারের ফলোয়ার সংখ্যা কমে যাওয়ার অভিযোগ


প্রকাশ: 31/10/2022


Thumbnail

গত বৃহস্পতিবার টুইটার কিনে নিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর আগে থেকেই তিনি অভিযোগ করছিলেন, টুইটারে অনেক বট অ্যাকাউন্ট বা ভুয়া ব্যবহারকারী রয়েছে। বিষয়টি টুইটার স্বীকার না করলেও ইলন মাস্কের কাছে মালিকানা বদলের পরপরই ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কমে যাওয়ার অভিযোগ করেছেন অনেক টুইটার ব্যবহারকারী।

তবে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কমে যাওয়ার অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করেনি টুইটার। আর তাই বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা চলছে ব্যবহারকারীদের মধ্যে।

কেউ কেউ ধারণা করছেন, ইলন মাস্কের টুইটার কেনার প্রতিবাদ করতেই অনেক ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। কারও ধারণা, মালিকানা গ্রহণ করেই বট অ্যাকাউন্ট বা ভুয়া ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ইলন মাস্ক।

উল্লেখ্য, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে খুদে ব্লগ লেখার সাইট টুইটার কিনেছেন ইলন মাস্ক। কেনার পরপরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭