ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা


প্রকাশ: 31/10/2022


Thumbnail

কুড়িগ্রামের জনপদে দেখা মিলছে আগাম শীতের কুয়াশা। দিনের বেলায় রোদ ও গভীর রাত থেকে সকাল পর্যন্ত মৃদু কুয়াশাচ্ছন্ন থাকছে এখানকার জনপদে। গ্রামীণ জনপদে বিভিন্ন গাছের লতা পাতায় ভরছে শিশির বিন্দু। সকাল ৭ টা পর্যন্ত এখানকার জনপদ কুয়াশাচ্ছন্ন থাকছে। 

আমন ধান ও কচু শাকের পাতায় শিশির বিন্দু জমাট বেঁধে থাকায় এখানে অনেকটা শীতকালের মতোই শিশির বিন্দু পড়তে দেখা গেছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখে অনেকে মনে করছেন কুড়িগ্রামে শীতের আগমনী বার্তা দিচ্ছে।

কদিন আগেও এখানকার বাসিন্দারা বৈদ্যুতিক ফ্যান ছাড়া রাতে ঘুমাতে পারতেন না। কিছুদিনের ব্যবধানে এখন ব্যবহার করতে হচ্ছে চাদর কিংবা কাঁথা। রাত হলেই বইছে ঠান্ডা বাতাস। ঝরছে কুয়াশাও। রাতে ঠান্ডা আর দিনে গরম থাকায় জেলায় দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এসব রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। রাতে ঠান্ডা লাগায় কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছেন তারা।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. সবুর হোসেন জানান, দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বেড়ে যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭