ওয়ার্ল্ড ইনসাইড

যে কারণে চীনে আইফোন কারখানা ছেড়ে পালাচ্ছেন শ্রমিকরা


প্রকাশ: 31/10/2022


Thumbnail

চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালা ও লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

ফলে আটকা পড়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরইমধ্যে অনেক শ্রমিক কারখানার বেড়া টপকে পালাতে শুরু করেছে। 

সম্প্রতি চীনের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি কারখানার অন্তত ১০ শ্রমিককে বেড়া টপকে পালিয়ে যাচ্ছে। ওই শ্রমিকরা অ্যাপলের জন্য চুক্তিভিত্তিকভাবে আইফোন উৎপাদন করত।

বিবিসি জানায়, কঠোর ‘জিরো কোভিড’ নীতিমালার কারণে চাংচোউ শহরে অবস্থিত ফক্সকনের কারখানাতেই আটকা পড়েছেন হাজারো শ্রমিক। কেবল আইফোন নির্মাণ কারখানার শ্রমিকরা নন, চীনের জনসাধারণ আর ব্যবসা প্রতিষ্ঠান– দু’পক্ষই বিপাকে পড়ছে।

চাংচোউ শহরের কারখানায় এখন পর্যন্ত কতজন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সে তথ্য এখনও দেয়নি কোম্পানিটি। তবে, স্থানীয় সময় রবিবারেই তাইওয়ান ভিত্তিক কোম্পানিটি দাবি করেছে, শ্রমিকদের কেউ বেরিয়ে যেতে চাইলে তাদের আটকানোর চেষ্টা করা হবে না। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭