ইনসাইড গ্রাউন্ড

এশিয়া কাপের স্মৃতি নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা-আফগানিস্তান


প্রকাশ: 31/10/2022


Thumbnail

কয়েক মাসের ব্যবধানে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে দুই দল। গ্রুপ-১ এ সুপার টুয়েলভে এটি দুইলেরই চতুর্থ ম্যাচ। গ্রুপে সুবিধাজনক অবস্থানে নেই দুই দলের কেউই। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্নসমর্পন করতে হয়েছে লঙ্কানদের। এতে অনেকটাই খাদের কিনারে দাসুন শানাকারা। সেখান থেকে এই ম্যাচ দিয়ে ঘুরে দাড়াতে চায় শ্রীলঙ্কা। 

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুরুটা ভালই হয়েছিলো লঙ্কানদের। তবে পরের দুই ম্যাচে সঙ্গী হয়েছে হারের তেতো স্বাদ। অজিদের বিপক্ষে লড়াই করলেও কিউইদের কাছে পাত্তাই পায়নি তারা। তিন ম্যাচ খেলে তাই ঝুলিতে রয়েছে মাত্র ২ পয়েন্ট। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের ছন্দে ফিরতে মরিয়া লঙ্কান ক্রিকেটাররা। সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝাঁলিয়ে নিয়েছেন মেন্ডিস-হাসারাঙ্গারা। এখন মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তারা।

এদিকে, টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর মাঠেই নামা হয়নি আফগানিস্তানের। তিন ম্যাচ শেষে নামের পাশে দুই পয়েন্ট রয়েছে আফগানদেরও। তবে দুটো পয়েন্টই এসেছে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। এ ম্যাচে মাঠের নামতে মরিয়া দলটি। সবশেষ এশিয়া কাপে লঙ্কানদের হারানোর সুখস্মৃতি রয়েছে মোহাম্মাদ নবীর দলের। মাঠের খেলায় আবারো তেমন প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছে এশিয়ার নবাগত দলটি। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের হারালেও, সুপার ফোরে সেই লঙ্কানদের কাছে হারের স্বাদও পেয়েছিল আফগানিস্তান। তাই এ ম্যাচে মাটিতেই পা রাখছে আফগানিস্তান।

তবে দুই দলের পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। যার দুটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। এ ম্যাচে লঙ্কান দলে আসতে পারে পরিবর্তন। পাথুম নিশাঙ্কার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে দানুস্কা গুনাথিলাকাকে।

তবে সব উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় দুই দলের ম্যাচে হানা দিতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা যে প্রায় ৯০ শতাংশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭