ইনসাইড গ্রাউন্ড

সেমির হাতছানি নিউজিল্যান্ডের, ইংল্যান্ডের ডু অর ডাই ম্যাচ


প্রকাশ: 01/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এক বছরের মধ্যে আবারো বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের হারিয়ে ফাইনালের উঠেছিল কিউইরা।

সুপার টুয়েলভে বৃষ্টির বাধায় বেশ কয়েকটি ম্যাচের ভাগ্য নির্ধারণ হওয়ায় এর প্রভাব পড়েছে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলে। নানা সমীকরণের মুখে এই গ্রুপের দলগুলো। 

বিশ্বকাপে এখন পর্যন্ত শতভাগ সফল দল নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। একটি ম্যাচে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। এতে ৫ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে কিউইরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর জয় পেয়েছ শ্রীলঙ্কার বিপক্ষেও।

দারুণ ফর্মে রয়েছেন দলটির ক্রিকেটাররা। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন গ্লেন ফিলিপস। ট্রেন্ট বোল্টরাও রয়েছেন ভাল ছন্দে। এ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইংলিশদের হারানো খুব একটা কঠিন হবে না কেন উইলিয়ামসেনর দলের। আর তেমনটা হলে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পাবে ব্ল্যাক ক্যাপসরা।

আফগানদের হারিয়ে বিশ্বকাপ যাত্রা ভাল শুরু করলেও, আয়ারল্যান্ডের কাছে বৃষ্টি আইনে হেরে ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ভেসে যায় বৃষ্টিতে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে তাই এটি জশ বাটলারদের ডু অর ডাই ম্যাচ। জয় ভিন্ন কোন পথ খোলা নেই ইংল্যান্ডের সামনে। পা হড়কালেই শেষ চারে উঠার পথ আরো কঠিন হবে পড়বে ইংলিশদের জন্য।

কিউইদের হারাতে জ্বলে উঠতে হবে ইংল্যান্ডের টপ অর্ডারকে। বিশ্বকাপে এখন পর্যন্ত বড় রানের দেখা পায়নি দলটির টপ অর্ডার। অধিনায়ক জশ বাটলারের ব্যাটেও নেই আগের সেই রানের ফোয়ারা। তবে এ ম্যাচে ঘুরে দাড়ানোর প্রত্যয় বাটলার-হেলসদের। দলকে ভাল শুরু এনে দিতে হলে চওড়া হতে হবে তাদের ব্যাট। আর মিডলঅর্ডারে মঈন আলী-লিভিংস্টোনরা নিয়ে যেতে পারেন বড় সংগ্রহের দিকে।

এ ম্যাচ দিয়ে ক্যারিয়ারের একশোতম আন্তর্জাতিক টি-টোয়েন্টির মাইফলক স্পর্শ করবেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। তার আগে শুধু এই কৃতিত্ব রয়েছে সাবেক অধিনায়ক ইয়ন মরগানের।

ব্রিসবেনের গ্যাবায় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭