ইনসাইড গ্রাউন্ড

বিবর্ণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ১৪৫ রানের লক্ষ্য দিলো আফগানরা


প্রকাশ: 01/11/2022


Thumbnail

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। গ্যাবায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই হয় আফগানদের। পাওয়ার প্লে'তে কোন উইকেট না হারিয়ে ৪২ রান তোলেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও উসমান ঘানি। তবে পরের ওভারেই গুরবাজকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু কুমারা। ৬৮ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার উসমান ঘানি। এদিন আফগানদের হয়ে বড় ইনিংস খেলতে পারেন নি কোন ব্যাটসম্যানই।

ক্রিজে থিতু হতে পারেন নি দুই জাদরান ভাই। ব্যক্তিগত ২২ রান করে ইব্রাহিম জাদরান ও ১৮ রান করে আউট হন নাজিবুল্লাহ জাদরান। ১৮তম ওভারে রানআউটে কাটা পড়েন গুলবাদিন নাইব। ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোরবোর্ডেও খুব বেশি রান তুলতে পারেনি আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পারে দলটি।

এদিন ফিল্ডিংয়ে ছন্নছাড়া ছিলেন লঙ্কান ক্রিকেটাররা। বেশ কয়েকটি সহজ রানআউট ও ক্যাচের সুযোগ হাতছাড়া করেন তারা। তেমনটা না হলে আরো কম রানে আটকে রাখতে পারতো আফগানিস্তানকে। সর্বোচ্চ ৩টি উইকেট নেন লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি উইকেট নেন লাহিরু কুমারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭