ওয়ার্ল্ড ইনসাইড

পুতিনের মধ্যস্ততায় আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সমঝোতা


প্রকাশ: 01/11/2022


Thumbnail

নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনে আর কোনও শক্তি ব্যবহার করবেনা বলে সম্মতি জানিয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে সোমবার এক বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়।

পুতিনের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।

বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, “আমরা শক্তির ব্যবহার না করতে বা হুমকি দেওয়া থেকে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছি। সম্পূর্ণভাবে পারস্পরিক সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করেই আলোচনার ভিত্তিতে যেকোনও সমস্যার সমাধান করা হবে।”

বিতর্কিত নাগার্নো-কারাবাখ ভূখণ্ড নিয়ে যখন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে তখন রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭