ওয়ার্ল্ড ইনসাইড

১২ ঘণ্টা ডিউটিসহ টুইটার কর্মীদের জন্য কঠোর নিয়ম


প্রকাশ: 02/11/2022


Thumbnail

টুইটার কেনার পর কর্মীদের জন্য এমন কড়া নিয়ম জারি করলেন সংস্থাটির সিইও ইলন মাস্ক। এখন থেকে দিনে অন্তত ১২ ঘণ্টা করে সপ্তাহের সাত দিনই কাজ করতে হবে তাদের।

প্রতিষ্ঠানের ম্যানেজারেরা কর্মীদের স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নতুন কর্তার বেঁধে দেওয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দিতেই হবে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, “কিছু কর্মীকে টুইটারের পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে এই অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের কোন ‘অতিরিক্ত পারিশ্রমিকের’ আশ্বাস দেওয়া হয়নি। এমনকি, ‘চাকরির নিরাপত্তা’ও নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারদের নির্দিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। না পারলে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। দরকার হলে ৫০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন বলেও জানিয়েছেন ইলন মাস্ক।

টুইটারে নিজের প্রোফাইলে নীল চিহ্ন বা ব্লু টিকের জন্য দিতে হবে বাড়তি টাকা। আগেই ঘোষণা করেছিলেন ইলন। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ইঞ্জিনিয়ারদের ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। না পারলে ছাড়তে হবে চাকরি। এছাড়া ওই সময়সীমার মধ্যে আরও কিছু কাজ শেষ করতে হবে বলেও জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭