কালার ইনসাইড

ববিতার প্রেমে মজেছিলেন ফারুক-সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/01/2018


Thumbnail

ববিতা তখন জাফর ইকবালের প্রেমে হাবুডুবু। ১৯৭৩ সালে সাইফুল আজম কাশেম পরিচালিত `অন্তরালে` চলচ্চিত্রে ববিতা-জাফর ইকবাল জুটিবদ্ধ হয়ে প্রথম অভিনয় করেন। এরপর একাধারে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে তারা ঘনিষ্ঠ হন। ১৯৭৫ সালে এ জুটিকে নিয়ে ইবনে মিজান নির্মাণ করেন `এক মুঠো ভাত`। এ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন। তখন সিনে পত্রিকাগুলোর কল্যাণে বেশ আলোচিত হয় এই প্রেম। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। সত্তর দশকের শেষ ভাগে তাদের প্রেমের ইতি ঘটে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ববিতাকে নিয়ে বিরহ কাতর জাফর ইকবাল গেয়েছিলেন `সুখে থাকো ও আমার নন্দিনী’।

কিন্তু এ নায়িকার প্রেমে মজেছিলেন তখনকার দুই হিরোও। তা নিয়ে ফারুকও অকপটে স্বীকার করেছেন,‘ অবশ্যই ভালোবাসা ছিল। ভালোবাসা না থাকলে তার সঙ্গে এত সুন্দর রসায়ন জমতো না। আর সে ভালোবাসার মতোই মেয়ে।’

সোহেল রানাও বলেন, ‘ভালোবাসি বললে ভয়ের কিছু নেই। যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা বলতে দ্বিধা নেই। আর যাকে ভালোবাসি না তাকে জোর করে ভালোবাসি বলার কিছু নেই। এ কথার সূত্র ধরে ফারুক বলেন, তিনি কবরীকেও ভালোবাসতেন। কিন্তু তা নিয়ে কখনো মুখ খুলতে পারেননি।

ববিতার প্রেম নিয়ে নাকি সে সময় এই দুই নায়কের মধ্যে দ্বন্ধও ছিল।





বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭