ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়ের ব্যাটিং ব্যর্থতায় ডাচদের সামনে লক্ষ্য ১১৮ রানের


প্রকাশ: 02/11/2022


Thumbnail

সুপার টুয়েলভের নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসকে ১১৮ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। অ্যাডিলেডে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরু থেকেই খাপছাড়া ব্যাটিংয়ের প্রদর্শনী দেখায় দলটি। পাওয়ার প্লের ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ২০ রান তুলে ধুঁকতে থাকে দলটি।

চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ৪৮ রানের জুটি গড়ে এগিয়ে নিতে থাকেন। তবে উইলিয়ামসের বিদায়ের পর আবারো ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দ্রুতই বিদায় নেন মিলটন শুমবা। সিকান্দার রাজা ঝড়ো ব্যাটিং করলেও, বাউন্ডারি লাইনে ফ্রেড ক্লাসেনের কাছে তালুবন্দী হয়ে বিদায় নেন তিনি।

রাজার বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৪ বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় আফ্রিকার দলটি।

ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পল ফন মিকেরেন। পাকিস্তানের বিপক্ষে চোখে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া অলরাউন্ডার বাস ডি লিড এ ম্যাচ দিয়ে আবার দলে ফেরেন। নেন ২ উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭