ইনসাইড গ্রাউন্ড

ডাচ রূপকথায় বিদায় জিম্বাবুয়ের


প্রকাশ: 02/11/2022


Thumbnail

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে পয়েন্ট ভাগাভাগি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই। শেষ বলের সমীকরণ না মেলাতে পারায় ৩ রানের হার। সুপার টুয়েলভে জিম্বাবুয়ের প্রথম তিন ম্যাচের চিত্র এমন। আর টানা ৩ ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেদারল্যান্ডসের। আসরের বাকি ম্যাচগুলো তাই ডাচদের জন্য আনুষ্ঠানিকতার। ফলে এ ম্যাচে ডাচদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে ক্রেইগ আরভিনের দল।

তবে এদিন মাঠে সেই লড়াকু জিম্বাবুয়ের দেখা পাওয়া গেলো না। উল্টো ভঙ্গুর ও হাল ছেড়ে দেওয়া মানসিকতার এক জিম্বাবুয়েকে দেখলো অ্যাডিলেড। আর সে সুযোগ নিতে বিন্দুমাত্র ভুল করেনি নেদারল্যান্ডস। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ডাচরা। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নেদারল্যান্ডসের প্রথম জয়।

অ্যাডিলেডে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে শুরু থেকেই খাপছাড়া ব্যাটিংয়ের প্রদর্শনী দেখায় দলটি। পাওয়ার প্লের ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে ২০ রান তুলে ধুঁকতে থাকে দলটি। চতুর্থ উইকেটে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ৪৮ রানের জুটি গড়ে এগিয়ে নিতে থাকেন। তবে উইলিয়ামসের বিদায়ের পর আবারো ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দ্রুতই বিদায় নেন মিলটন শুমবা। 

সিকান্দার রাজা ঝড়ো ব্যাটিং করলেও, বাউন্ডারি লাইনে ফ্রেড ক্লাসেনের কাছে তালুবন্দী হয়ে বিদায় নেন তিনি। করেন ২৪ বলে ৪০ রান। রাজার বিদায়ের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ৪ বল বাকি থাকতেই ১১৭ রানে অলআউট হয় আফ্রিকার দলটি।

ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পল ফন মিকেরেন। পাকিস্তানের বিপক্ষে চোখে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া অলরাউন্ডার বাস ডি লিড এ ম্যাচ দিয়ে আবার দলে ফেরেন। নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে ওপেনার স্টেফান মাইবার্গের উইকেট হারায় ডাচরা। এরপর ম্যাক্স ওডোড ও টম কুপার শাসন করতে থাকেন জিম্বাবুয়ের বোলারদের। দ্বিতীয় উইকেটে জুটিতে যোগ করেন ৭৪ রান। যা অনেকটাই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় নেদারল্যান্ডসকে। দলীয় ৯০ রানে কুপারের বিদায়ের ৫ বলের মধ্যে সাজঘরে ফেরেন কলিন অ্যাকারম্যান। দ্রুত দুটি উইকেট তুলে নিলেও ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে পড়েছে জিম্বাবুয়ে।

আরেক ওপেনার ম্যাক্স ওডোডের অর্ধশতকে তখন জয় থেকে হাত ছোয়া দুরত্বে ডাচরা। তার ৪৭ বলে ৫২ রানের ইনিংসেই জয়ের সুভাস পাচ্ছিলো কমলা জার্সিধারীরা। তখনই মুজারাবানির বলে মিলটন শুমবার কাছে ক্যাচ দেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৭১ রান করে অপরাজিত থাকলেও, এদিন দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া হলো না তার। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি তার দলের। ... বল হাতে রেখেই জিম্বাবুয়ের দেয়া লক্ষ্য ছুয়ে ফেলে নেদারল্যান্ডস। যা তাদের টি-টোয়েন্টির ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়।

এ হারে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়লো জিম্বাবুয়ে। ডাচদের কাছে হেরে ৪ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ায় শেষ চারের আশার যবনিকাপাত হলো। আর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় নেদারল্যান্ডসের কাছে জয়টি ভিন্নরকম গুরুত্বের। এর আগে যে কখনোই মূলপর্বে এমন দিন দেখে নি ডাচরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭