ইনসাইডার এক্সক্লুসিভ

কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদ সচিব, তোফাজ্জল মুখ্যসচিব


প্রকাশ: 02/11/2022


Thumbnail

সরকারের শীর্ষ দুই পদে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে যাচ্ছেন আগামী ১৫ ডিসেম্বর। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানের পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। ১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা এখন জ্যেষ্ঠ সহকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস ইতোমধ্যেই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার অক্টোবরের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডিসেম্বরে যাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। আর এই শূন্যস্থান পূরণ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। এ দুটি বিষয়ে সরকারের নীতিনির্ধারক মহল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও সরকারি সূত্রগুলো বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭