ইনসাইড গ্রাউন্ড

ভারতের বিপক্ষে ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত


প্রকাশ: 03/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকালকের ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মাত্র ৫ রানের আক্ষেপ যেনো মনে করিয়ে দেয় সেই এশিয়া কাপের ৩ রানের হার। সেদিনও বিতর্ক ছিলো মাঠের ভেতরকার নানা সিদ্ধান্ত নিয়ে। দর্শকদের মুখে ও সোশ্যাল মিডিয়াই আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করছিলেন ভক্ত-সমর্থকরা। এবারও ব্যাতিক্রম নেই। ভারতের কাছে হারের কষ্ট ছাপিয়ে, টাইগার সমর্থকদের আলোচনায় এখন ম্যাচের নানান বিতর্কিত সিদ্ধান্ত।

চলতি বিশ্বকাপে সুপয়ার টুয়েলভে পাকিস্তান বিপক্ষে ম্যাচে  দেখা গিয়েছিলো ভারতীয় ক্রিকেটারদের অনুরোধে আম্পায়ারদের সিদ্ধান্তে পরিবর্তন আনার নজির। সেই একই জিনিস  দেখা গেছে বাংলাদেশের বিপক্ষেও। কেবল তাই নয়, নিয়ম ভেঙ্গেও জরিমানা হয়নি ম্যান ইন ব্লু'দের। প্রশ্ন উঠেছে মাঠ ভেজা থাকা সত্ত্বেও খেলা ক্যান গড়ানো হল এ নিয়েও।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। যাদের অর্থের ঝনঝনানি পৌঁছায় আইসিসির সদরদপ্তর পর্যন্ত। নানান সময়ে নানানভাবে, বৈশ্বিক আসরগুলোতে যে প্রভাব স্পষ্ট।

অতীত টানলে যে তালিকা কেবলই দীর্ঘায়িত হবে। তবে চলতি আসরের হিসেব কষলে, আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট কোহলিদের প্রভাব দৃশ্যমান হয়েছে একাধিক প্রেক্ষাপটে।

পাকিস্তানের বনাম ভারত ম্যাচের শেষ ওভার। আসিফের করা বলে প্রথমে নো বল না দিলেও, কোহলির আবেদনে পরিবর্তন আসে লেগ আম্পায়ার মারাইজ এরাসমাসের সিদ্ধান্তে। মাঠেই প্রতিবাদ জানায় বাবর আজমরা। তবে তাতে লাভ হয়নি। রোমাঞ্চকর সে ম্যাচে, ৪ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া।

একই প্রেক্ষাপটে বাংলাদেশ ম্যাচ। প্রতিপক্ষের নামটা বাদ দিলে, বাকি চিত্রনাট্যে পুরোপুরি মিল। স্ট্রাইকিং প্রান্তে কোহলি, লেগ আম্পায়ার হিসেবে সেই এরাসমাস। প্রথমে নো বল না দিলেও যিনি কোহলির আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলান। এবার সাকিব প্রতিবাদ করলেন, বোঝানোর চেষ্টা করলেন ভারতীয় ব্যাটারকেও। তবে তাতে কোনকিছুই বদলায়নি।

ভারতের ব্যাটিং শেষ হলেও শেষ হয়নি বিতর্ক। বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে অভিযোগের তীর কোহলির দিকে। ৩০ গজের ভেতরে দাঁড়িয়ে যিনি ফেইক ফিল্ডিং করেছেন। আইসিসির নিয়মানুযায়ী, তাতে ৫ রানের পেনাল্টি পাবার কথা লাল-সবুজদের। তখনই নুরুল হাসান সোহান প্রতিবাদ করলেও, আম্পায়ারদের দাবি, এমন কিছু তারা ঘটতে দেখেননি।

পাওয়ারপ্লে শেষে বৃষ্টি বিতর্ক উসকে দিয়েছে আরও। ভেজা মাঠে খেলতে সাকিবের আপত্তি কানে তোলেননি ম্যাচ পরিচালনাকারীরা। তাতে বড় ক্ষতিটা হয়েছে বাংলাদেশের-ই। কার্টেল ওভারে লক্ষ্যটা ছোট হলেও, ভেজা মাঠে দৌড়াতে গিয়ে রান আউটের শিকার ইনফর্ম লিটন কুমার দাস।

এরপরের গল্পটা সবারই জানা। ভারতের বিপক্ষে আবারো হৃদয় ভাঙ্গে টিম বাংলার। অবশ্য তীরে গিয়ে তরী ডোবার কষ্টটা নতুন কিছু নয়। তবে এসব বিতর্ক, সমথর্কদের সে কষ্ট বাড়িয়ে দেয় বহুগুণ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭