ইনসাইড গ্রাউন্ড

আফগানদের সামনে ১৬৯ রানের লক্ষ্য দিলো অজিরা


প্রকাশ: 04/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আগের ম্যাচগুলোতে রান না পেলেও এদিন শুরুতেই মারমুখী ছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। আশা দেখান রানে ফেরার। তবে খুব বেশিদূর এগোয় নি স্বাগতিকদের উদ্বোধনী জুটি। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেন নি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ফজল হক ফারুকির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪৮ রানে বিদায় নেন ওয়ার্নার। নিজেকে মেলে ধরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন স্টিভেন স্মিথও। আাুট হন ৪ রানে। পাওয়ার প্লে শেষে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ৫২ রান।

তবে আফগানদের সামনে দেয়াল হয়ে দাড়িয়ে ছিলেন মিচেল মার্শ। মুজিব-রশীদদের সামলান শক্ত হাতে। ২ ছক্কা ও ৩ চারে ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। ভয়ঙ্কর হয়ে উঠা মার্শকে ফিরিয়ে মুজিব স্বস্তি এনে দেন আফগান শিবিরে। তবে তান্ডব চালাতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। পঞ্চম উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন দুজনে। ২৪ রান করে স্টয়নিস ফিরলেও ম্যাক্সওয়েল দলকে এগিয়ে নিতে থাকেন। ২৯ বলে তুলে নেন অর্ধশতক। তার অপরাজিত ৫৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে আফগানদের সামনে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাভিন ইল হক। ৪ ওভার বল করে ২১ রান খরচায় নেন ৩ উইকেট। রান আউট করেন রিচার্ডসনকে। ২টি উইকেট নেন ফজল হক ফারুকি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭