ওয়ার্ল্ড ইনসাইড

৭১-এ ন্যায়বিচার পায়নি বাংলাদেশ: ইমরান খান


প্রকাশ: 05/11/2022


Thumbnail

লংমার্চে সশস্ত্র হামলার শিকার হওয়ার এক দিন পর গতকাল শুক্রবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর ওপর হওয়া হামলার বিষয়ে জানাতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন তিনি।

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রচার করা হয় ইমরান খানের ওই বক্তব্য।

ন্যায়বিচারের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন ইমরান খান। তাঁর দলের সঙ্গে জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘’পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন–পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি।‘’

ইমরান বলেন, ‘১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।’’

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার পর তার দলের ডাক দেওয়া বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। বড় বড় শহরে তেহরিক-ই ইনসাফের কর্মীরা রাস্তা আটকে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও কোথাও তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়লে পাল্টা পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে শতাধিক বিক্ষোভকারীকে। তবে বিক্ষোভকারীরা বলছেন, আগাম নির্বাচনের যে দাবিতে ইমরান খান লংমার্চ শুরু করেছিলেন তা আদায় না হওয়া অবধি বিক্ষোভ চলবে। আর ইমরান খান বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য আগাম নির্বাচন বা রক্তাক্ত বিপ্লবের বিকল্প নেই পাকিস্তানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭