ওয়ার্ল্ড ইনসাইড

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/02/2018


Thumbnail

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডাতুক সেরি হিশামুদ্দিন হুসেন বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে ভবিষ্যতেও থাকবে মালয়েশিয়া।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা আড়াইটায় প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির।

সাক্ষাৎকালে রোহিঙ্গা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনায় হয়। এ সময় মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। আলোচনা শেষে প্রতিরক্ষামন্ত্রীকে উপহার দেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭