ইনসাইড বাংলাদেশ

বাকি থাকল এক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/02/2018


Thumbnail

পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই মনোনয়নের মাধ্যমে রাষ্ট্রীয় তিনটি গুরুত্বপূর্ণ পদের দুটি রাষ্ট্রপতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ নিশ্চিত করল সরকার। বাকি থাকল মাত্র একটি প্রধান বিচারপতি।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে আব্দুল হামিদের পরবর্তী রাষ্ট্রপতি মনোনয়নের কথা নিশ্চিত হওয়া যায়। বর্তমানে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সাংসদ আওয়ামী লীগের। তাই আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল হামিদই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা নিশ্চিত।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নতুন আইজিপি হিসেবে মো. জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জনের গুঞ্জন শোন গেলেও গত ২৩ জানুয়ারি মো. জাবেদ পাটোয়ারীর আইজিপি হওয়া নিশ্চিত হয়।

এখন বাকি শুধু প্রধান বিচারপতি নিয়োগ। গত ১০ নভেম্বর বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার আগে থেকেই ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন হাইকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। সিনহা চলে যাওয়ার পর দুই মাসের বেশি সময় কেটে গেলেও এখনো প্রধান বিচারপতি নিয়োগ হয়নি। অবশ্য সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মেয়াদ শেষ হয়েছে ৩১ জানুয়ারি। জটিলতা এড়াতে ওই সময় পর্যন্ত সরকার অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছিল বলে একাধিক সূত্রে জানা যায়। তাই সরকারের এই গুরুত্বপূর্ণ পদেও শিগগিরই নিয়োগ হবে বলেই জানিয়েছেন বিচার বিভাগ সংশ্লিষ্টরা।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭