ইনসাইড গ্রাউন্ড

বাজে ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজিও পেলো না বাংলাদেশ


প্রকাশ: 06/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য মাত্র ১২৮ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ভাল শুরুর ইঙ্গিত দেন। তবে শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের তৃতীয় ওভারে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা লিটন। ২১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। লিটনের আউটের পর পাকিস্তানি বোলারদের দেখেশুনে খেলতে থাকে নাজমুল শান্ত ও সৌম্য সরকার। জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা চালান। 

দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ৫২ রান। ওভারপ্রতি ৭ রান করে তুলে ম্যাচের প্রথম ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ ছিলো উইকেটে ৭০ রান। 

এরপরের চিত্রটা পুরোপুরি ভিন্ন। ইনংস ব্রেকের পর ১১৩তম ওভারে বল করতে আসেন শাদাব খান। সে ওভারে এই লেগস্পিনারের জোড়া আঘাতে পথ হারায় বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। পরের বলে সাকিবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাদাব। তবে সঙ্গে সঙ্গেই আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেন সাকিব। 

রিভিউতে স্পষ্ট দেখা যায় বল প্যাডে লাগার আগে সাকিবের ব্যাটের কানা ছুয়ে যায়। ব্যাটও মাটি স্পর্শ করেনি। তবে থার্ড আম্পায়ার অনফিল্ড আম্পায়েরর সিদ্ধান্তই বহাল রাখে। মাঠ ছাড়তে বাধ্য হন সাকিব। বিতর্কিত এই সিদ্ধান্তের পর আর ঘুরে দাড়াতে পারেনি বাংলাদেশ। ১৪তম ওভারে প্রথম বলে ওয়ানডে স্টাইলে ধীরগতির ইনিংস খেলে অর্ধশতক তুলে নেয় শান্ত। এর পরের বলেই ইফতিখারের স্টাম্প বরাবর বল রিড করতে না পেরে বোল্ড হয়ে যান তিনি।

বাজে ব্যাটিংয়ের প্রদশর্নী জারি রাখেন মোসাদ্দেকও। সফট হ্যান্ডে বাজে শট খেলে আশিহন আফ্রিদির বলে বোল্ড হয়ে যান তিনি। থিতু হতে পারেন নি সোহানও। রানের খাতার খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। বাকিটা সময় জুড়ে পাকিস্তানি বোলারদের সামনে অসহায় হয়ে ছিলো বাংলাদেশ। তাই স্কোরবোর্ডেও খুব একটা রান রান যোগ করতে পারেনি দল। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান করতে পারে সাকিব আল হাসানের দল।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৮ উইকেটে ১২৭ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭