ইনসাইড গ্রাউন্ড

সূর্যকুমার ঝড়ে ১৮৭ রানের টার্গেট জিম্বাবুয়ের


প্রকাশ: 06/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ এর শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জিতে ব্যাট করতে নামে ভারত। দলীয় ২৭ রানে অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন মুজারাবানি। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও ভিরাট কোহলি। ৮৭ রানে কোহলিও সাজঘরে ফেরেন। বিশ্বকাপে নিজের ২য় অর্ধশতক তুলে প্যাভিলিয়নে ফেরেন রাহুল। ৩৫ বলে করেন ৫১ রান।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি ঋষভ পন্ত। ৪ রান করে বিদায় নেন তিনি। তবে ভারতকে একাই টেনে নেন সূর্যকুমার যাদব। জিম্বাবুইয়ান বোলারদের শাসন করে ভারতকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৮৬ রান।

২৫ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন শন উইলিয়ামস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭