ইনসাইড বাংলাদেশ

বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক


প্রকাশ: 06/11/2022


Thumbnail

চোরাচালানের কয়লা আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
আটককৃতরা হলেন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রাম চাঁনপুরের কাদির মিয়ার ছেলে নজির মিয়া,একই গ্রামের সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া, পার্শ্ববর্তী আমতৈল গ্রামের মৃত হযরত আলীর ছেলে আশক আলী।

রবিবার বিকেলে ভারতীয় রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল ভারতের অভ্যন্তরে মেঘালয় পাহাড়ের নয়াছড়া থেকে তাদেরকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ ১২০৫ মেইন পিলার অতিক্রম করে রবিবার বিকেলে চোরাচালানের কয়লা আনতে গেলে নজির, জসিম ও আশক আলীকে আটক করে ভারতের রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল।

রবিবার সন্ধ্যায় ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নির্মল কুমার মোহন্ত’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বিএসএফ কর্তৃক ওই তিন বাংলাদেশী নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭