ইনসাইড গ্রাউন্ড

রোনালদোকে নিয়েও হার এড়াতে পারল না ইউনাইটেড


প্রকাশ: 07/11/2022


Thumbnail

নতুন কোচ এরিক টেন হাগের মেয়াদে প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তাতেও ভাগ্য বদল হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। বরং অ্যাস্টন ভিলার কোচ হিসেবে অভিষেকেই দুর্দান্ত জয়ের মুখ দেখলেন উনাই এমেরি।

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ভিলা পার্কে ৩-১ গোলে হেরেছে ইউনাইটেড। সপ্তম মিনিটেই অ্যাস্টন ভিলার লেওন বেইলি গোলের খাতা খোলেন। এর মিনিট তিনেক পর ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ডিগনে। প্রথমার্ধের শুরুতেই জোড়া ধাক্কা খেয়ে হতাশ হয়ে পড়েন রোনালদোরা।

বিরতির কয়েক সেকেন্ড আগে অবশ্য প্রতিপক্ষের ভুলে ব্যবধান কমায় সফরকারীরা। লুক শ'র বাঁকানো শট ভিলার ডিফেন্ডার জেকব রামসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।  

বিরতির পর অবশ্য প্রায়শ্চিত্ত করেন রামসে। ৪৯তম মিনিটে সতীর্থের বাড়ানো পাস থেকে বল পেয়ে বুলেটগতির শট নেন তিনি। ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হিয়া। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি রোনালদোরা। বরং বাকি সময় এমন দুর্দান্তভাবে এমেরি-যুগ শুরুর খুশিতে মেতে থাকে স্বাগতিক দর্শকরা।

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে উঠে এলো অ্যাস্টন ভিলা। রেলিগেশন জোন থেকে ৩ পয়েন্ট দূরত্বও তৈরি হলো তাদের। অন্যদিকে আগের মত পঞ্চম স্থানেই রইলো ইউনাইটেড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭