ইনসাইড গ্রাউন্ড

আউট অব দ্য বক্স পারফর্ম করেছে শান্ত: সুজন


প্রকাশ: 07/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শেষ হয়েছে বাংলাদেশ দলের। গতকাল অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে সাকিব আল হাসানের দল ৫ ইউকেটে ম্যাচ হেরেছে।

পুরো আসরজুড়ে ব্যাট কিংবা বল হাতে বাংলাদেশ দলের কেউই তেমন নজর কাড়তে পারেনি । তবে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

শান্তর এমন পারফর্মম্যান্স নিয়ে আজ সোমবার গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ' আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত। এতো সমালোচনার পরেও শান্ত আউট অব দ্য বক্স পারফর্ম করেছে বলেও মনে করেন তিনি।

সুজন বলেন, 'আমার কাছে অবাক লাগে যে, শান্তকে নিয়ে কেন এতো কথা হয়েছিল। আমি মনে করি, একটা ছেলের প্রতি এটা অবিচার। সে (দলে) সুযোগ পেয়েছে এটা তো তার দোষ না, তাকে সুযোগ তো সিলেক্টররা দিয়েছে, বোর্ড থেকে আমরা দিয়েছি। দোষ যদি হয় তাহলে সেটা আমাদের (টিম ম্যানেজমেন্ট) হওয়া উচিত। তাকে নিয়ে এতো কথা বলার পরও সে যে পারফর্ম করেছে সেটা আউট অব দ্য বক্স। আমি মনে করি, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার হবে শান্ত।'

সুজন যোগ করেন, 'বাট আমি বলছি না যে শান্ত খুব ভাল খেলেছে, বা অনেক বেশি করেছে। বাট আমার মনে হয় যে ওর মধ্যে সেই জিনিসটা আছে বলেই নির্বাচকরা সবসময় ওকে সিলেক্ট করে। যে কোনো বিদেশী কোচ শান্তকে দলে নিতে চায়। কারণ ওর যে কাজের ধরণ সেটা দেখেই ওকে নিতে চায় সবাই।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭