ইনসাইড গ্রাউন্ড

নকআউট পর্বের ড্র সম্পন্ন চ্যাম্পিয়ন্স লিগের


প্রকাশ: 07/11/2022


Thumbnail

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। সুইজারল্যান্ডের নিয়নে ২০২২-২৩ আসরের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই নির্ধারিত হয়ে গেছে শেষ ১৬তে কোন দল কার মুখোমুখী হবে। ক্লাব ফুটবলের সবেচেয়ে বড় আসরের দিকে এমনিতেই নজর থাকে ফুটবল প্রেমীদের। নকআউট পর্বের প্রতিপক্ষ নির্ধারণ করে সে উত্তেজনা খানিকটা বাড়িয়েই দিলো উয়েফা। ফলে জমজমাট শেষ ষোল'র লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

গত আসরের দুই ফাইনালিস্টের এবার দেখা হয়ে যাবে নকআউট পর্বের প্রথম ধাপেই। শেষ ষোলোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদও লিভারপুল। আর প্যারিস জায়ান্ট পিএসজি'র প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। দারুণ ছন্দে থাকা নাপোলি খেলবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাথে। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠের লড়াই চেলসির সাথে। গ্রুপ অব ডেথ থেকে নকআউটে যাওয়া ইন্টার মিলানের প্রতিপক্ষ পর্তুগীজ ক্লাব পোর্তো। আর ক্লাব ব্রুজ খেলবে বেনফিকার বিপক্ষে।

শেষ ষোল'র প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী বছর ফ্রেব্রুয়ারিতে। সে মাসের ১৪, ১৫, ২১ ও ২২ তারিখ প্রথম লেগের পর মার্চের ৭, ৮, ১৪, ১৫ তারিখ ফিরতি লেগে মুখোমুখি হবে দলগুলো। আগামী বছর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭