ওয়ার্ল্ড ইনসাইড

নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৬


প্রকাশ: 09/11/2022


Thumbnail

নেপালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির ডোটি জেলায় একটি বাড়ি ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাধমাধ্যম দ্যা কাঠমান্ডু পোস্ট।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার দেয়া হচ্ছে।

স্থানীয় পুলিশ কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ভোলা ভট্ট জানিয়েছেন,  নিহতরা সবাই একই পরিবারের সদস্য ও সবাই পুরিচৌকি পল্লী পৌরসভার গাইরা গ্রামের বাসিন্দা।

ভট্ট জানান যে ভূমিকম্পের সময় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে পিষ্ট হয়ে নিহতরা সবাই মারা গেছে।

কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশে মৃদু অনুভূত হওয়া ভূমিকম্পে জেলার আরও কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাট্টার মতে, আহত পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, দেশটির দিপায়ল শহরের কাছে ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭