ইনসাইড গ্রাউন্ড

নির্বিষ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫২ রান


প্রকাশ: 09/11/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

ম্যাচের প্রথম বলে শাহিন আফ্রিদির বলে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন ফিন অ্যালেন। পরের বলেই তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন শাহিন। রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন। তবে নতুন জীবন পেলেও তা কাজে লাগাতে পারেন নি ফিন অ্যালেন। তৃতীয় বলে আফ্রিদিকে উড়িয়ে মারতে গিয়ে আবারও লেগ বিফোর উইকেটের আবেদন জানায় পাকিস্তান। রিভিউ নিলেও এ যাত্রায় আর বাঁচতে পারেন নি এই মারকুটে ব্যাটসম্যান। ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর নিয়ন্ত্রিত বোলিং এ রানের চাকায় লাগাম টানেন পাকিস্তানি বোলাররা। পাওয়ার প্লে'র শেষ বলে রান আউটে কাটা পড়েন কনওয়ে। ক্রিজে এসে থিতু হতে পারেন নি টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাট করা গ্লেন ফিলিপস। দলীয় ৪৯ রানের ফিলিপসের বিদায়ের পর ধুঁকতে থাকে কিউইরা। চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে উইলিয়ামসন আউট হলে ভাঙে তাদের প্রতিরোধ। ৪২ বলে ৪৬ রান করেন উইলিয়ামসন।

শেষ দিকে জিমি নিশামকে নিয়ে ব্ল্যাক ক্যাপসদের টেনে নেন মিচেল। ৩২ বলে তুলে নেন আসরে নিজের প্রথম অর্ধশতক। তার অপরাজিত ৫৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে নিউজিল্যান্ড।

দুটি উইকেট নেন শাহিন আফ্রিদি। ১টি উইকেট পান মোহাম্মাদ নওয়াজ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭