ইনসাইড বাংলাদেশ

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া হামিদুল আর নেই


প্রকাশ: 09/11/2022


Thumbnail

মুজিবনগরে ১৯৭১ সালে প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য হামিদুল হক মারা গেছেন।

বুধবার (৯ নভেম্বর) সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

ছেলে হামিদুল ইসলাম (৮২) সোনাপুর গ্রামের (মৃত) নওশের মণ্ডলের ছেলে।

চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, হামিদুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে মারা গেছেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন তিনি। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে সোনাপুর গ্রাম্য কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭