ইনসাইড ইকোনমি

বাংলাদেশ ঋণ পরিশোধে কখনও ব্যর্থ হয়নি: আইএমএফ


প্রকাশ: 09/11/2022


Thumbnail

বাংলাদেশ ঋণ পরিশোধে কখনো ব্যর্থ হয়নি বলে জানিয়েছেন আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দ। তিনি বলেন, আইএমএফের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক দীর্ঘ এবং অত্যন্ত ভাল। এছাড়া আমরা শুধু অর্থনৈতিক বিষয়গুলো পর্যালোচনা করি। রাজনৈতিক কোনো বিষয়ে আমরা পর্যালোচনা করি না। তাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা নির্বাচন নিয়ে আমাদের কোনো পর্যবেক্ষণ নেই। 

বুধবার (৯ নভেম্বর) ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে আইএমএফ প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের দলনেতা রাহুল আনন্দ আরও বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার কোনো আশঙ্কা নেই।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, আইএমএফের কাছ থেকে শর্ত সাপেক্ষে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। প্রথম কিস্তি ৪৪৭ মিলিয়ন ডলার পাওয়া যাবে ফেব্রয়ারিতে। বাকি অর্থ ছয় কিস্তিতে ৬৫৯ মিলিয়ন ডলার করে চার বছরের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ ২০২৬ সালের মধ্যে প্রতিশ্রুত সব ঋণ পাওয়া যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭