ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের খেরসন শহর থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার


প্রকাশ: 10/11/2022


Thumbnail

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরটিতে পর্যাপ্ত রসদ সরবরাহ করা সম্ভব হয়ে উঠছে না বলে জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সার্গেই সুরোভিকিন। সূত্র: রয়টার্স, বিবিসি

বুধবার (৯ নভেম্বর) টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ডিনিপ্রো নদীর ওপার থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন।

এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসন চালুর পর ইউক্রেনের একমাত্র খেরসন অঞ্চলটির রাজধানীর দখল নিতে পেরেছিল রাশিয়া। সেখান থেকে সেনা প্রত্যাহার মানে হচ্ছে, নিপ্রো নদীর পশ্চিম পাড়ের পুরো এলাকা থেকে সরে যাবে রুশ বাহিনী।

খেরসন থেকে রুশ সৈন্যদের প্রত্যাহারের অর্থ হলো, নিপার নদীর পশ্চিম তীরে অবস্থিত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার সৈন্য মুক্ত হওয়া। সুরোভিকিন এ সিদ্ধান্তকে একটি কঠিন সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭