টেক ইনসাইড

ক্ষমা চাইলেন জাকারবার্গ


প্রকাশ: 10/11/2022


Thumbnail

টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের মালিকাধীন সংস্থা মেটা। অবশেষে তাই হলো।

গতকাল বুধবার ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা দিলো মেটা, যা সংস্থার মোট কর্মী সংখ্যার ১৩ শতাংশ। 

বুধবার একটি ব্লগ পোস্টে মেটার চিফ এক্সিকিউটিভ মার্ক জাকারবার্গ দাবি করেন, সংস্থার উন্নতির জন্যই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্বজুড়ে গণছাঁটাইয়ের পর দুঃখ প্রকাশ করেন তিনি।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জাকারবার্গ বলেন, ‘আমি জানি এটি প্রত্যেকের জন্য কঠিন সিদ্ধান্ত। আমি বিশেষ করে যারা প্রভাবিত হয়েছেন তাদের জন্য দুঃখিত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭