ইনসাইড ওয়েদার

আবার লঘুচাপ বঙ্গোপসাগরে


প্রকাশ: 10/11/2022


Thumbnail

দক্ষিণ বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় আবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। আগামী দুই দিনে এই আবহাওয়ার পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে। এতে শীতের অনুভূতি আরও তীব্রতর হতে পারে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭