কোর্ট ইনসাইড

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১ জনের ৭ বছরের কারাদণ্ড


প্রকাশ: 10/11/2022


Thumbnail

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই আসামির নাম সুজন মহন্ত (৩৭)। জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম বালিঘাটা গ্রামে তার বাড়ি। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দিয়েছেন। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন তাঁর ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ঘরের এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা মেলে। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়।

তিনি জানান, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭