কালার ইনসাইড

মারা গেছেন সঙ্গীতশিল্পী আকবর


প্রকাশ: 13/11/2022


Thumbnail

অবশেষে জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীতশিল্পী আকবর। রোববার রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে গায়কের মেয়ে অথৈ।

এর আগে আকবরের শারীরিক অবস্থর অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি এ গায়ক।

দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সম্প্রতি কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে বাসায় ফিরেন। তবে সপ্তাহ না যেতেই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়।

এদিকে, দীর্ঘদিন ধরে অসুস্থ ইত্যাদিখ্যাত গায়ক আকবর। কিডনি জটিলতাসহ বেশকিছু রোগে ভুগছেন তিনি। তার দুই কিডনি নষ্ট হয়ে গেছে। আর কিডনির অবস্থা খারাপ হওয়ায় শরীরে পানি জমেছিল। পানি জমার কারণে আকবরের ডান পা নষ্ট হয়ে গেছে। যার ফলে সম্প্রতি তাঁর পা কেটে ফেলে দেয়া হয়েছে। 

উল্লেখ্য, শুরুতে রিকশাচালক হিসেবেই জীবিকা নির্বাহ করতেন আকবর। ২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন তিনি। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পীকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭