ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তানের পেসে নাকাল ইংল্যান্ড


প্রকাশ: 13/11/2022


Thumbnail

পাকিস্তানের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ইংল্যান্ডের। ইনিংসের প্রথম ওভারেই সেমিফাইনালের জয়ের নায়ক অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারীতে তাকে বোল্ড করেন শাহিন আফ্রিদি। প্রথম ওভার থেকে অসে ৭ রান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। তবে সে ওভার থেকে ১৪ রান তুলে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেয় ইংল্যান্ড। তৃতীয় ওভারেও বোলিংয়ে এসে ৭ রান দেন শাহিন।

চতুর্থ ওভারে হারিস রউফের হাতে বল তুলে দেন পাকিস্তান অধিনায়ক। বল হাতে নিয়ে ওভারের তৃতীয় বলেই ব্রেক থ্রু এনে দেন এই পেসার। তুলে নেন ফিল সল্টের উইকেট। সে ওভার থেকে মাত্র ৪ রান নিতে পারে ইংল্যান্ড। সল্টের বিদায় ক্রিজে আসেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

নাসিম শাহ'র পঞ্চম ওভার থেকে ১১ রান নিয়ে এগোতে থাকে ইংল্যান্ড। তবে পাওয়ার প্লে'র শেষ ওভারে পাকিস্তানকে ম্যাচের চালকের আসনে নিয়ে আসেন হারিস রউফ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ইংলিশ অধিনায়ক বাটলারকে রিজওয়ানের গ্লাভসবন্দী করেন তিনি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ৪৯ রান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭