ক্লাব ইনসাইড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ৮ দফা দাবীতে তালা


প্রকাশ: 14/11/2022


Thumbnail

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ৮ দফা দাবীতে তালা ঝুলিয়ে দিয়েছে  আবাসিক শিক্ষার্থীরা।

পানির ফিল্টার স্থাপন, টয়লেট সংস্কার ও ওয়াই-ফাই সংযোগসহ ৮ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।

ছাত্ররা জানান, আলাওল হলে টয়লেটের অবস্থা খুবই খারাপ। অপরিষ্কার থাকায় টয়লেটে যাওয়া যায় না। ইন্টারনেট সংযোগের জন্য হলে ওয়াইফাই লাইন থাকলেও তা কাজ করেনা। এসব সমস্যা সমাধানের লক্ষে হলের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা।

দাবিগুলো হলো, আগামী ৭ কর্ম দিবসের মধ্যে হলের বাথরুম সংস্কার, প্রতিটি ব্লকে একটি করে পানির ফিল্টার স্থাপন, প্রতি মাসে একবার পানির ট্যাংকি পরিষ্কার, হলের সামনে হাউজের পানি নিয়মিত পরিষ্কার, হলের প্রতি ব্লকে ওয়াই-ফাই স্থাপন, চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা, হলের কর্মচারীদের কাজের তদারকি ও প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া।

আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা দিয়েছে। পরে আমরা আশ্বাস দিলে তারা তালা খুলে দেয়। আমরা নিয়মিত হলে তদারকি করছি। বিভিন্ন সংস্কার চলমান রয়েছে। আশা করছি কাজ শেষ হলে এসব সমস্যার সমাধান হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭