ওয়ার্ল্ড ইনসাইড

রুশ গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিআইএ–প্রধান


প্রকাশ: 15/11/2022


Thumbnail

তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে বৈঠক করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলোচনা চালিয়ে যেতে সম্মত হন তার অংশ হিসেবেই এই বৈঠক হয়েছে।  

সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে পরমাণু ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে। 

সিআইএ–প্রধান বার্নস একসময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো ধরনের সমঝোতা নিয়ে দুই গোয়েন্দাপ্রধান আলোচনা করবেন না। বার্নসের তুরস্ক সফরের বিষয়ে ইউক্রেনকে পূর্বেই জানানো হয়েছে।

তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা উইলিয়াম বার্নস ও সের্গেই নারিশকিনের এই সাক্ষাতের আয়োজন করেন বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনে তিনি ‘সব ধরনের’ অস্ত্র ব্যবহার করবেন। 

পুতিনের এই ঘোষণায় ইউক্রেনে পারমাণবিক হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। আর রাশিয়া–ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি দিয়েছিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়েছিল।

হোয়াইট হাউসের বক্তব্য অনুসারে, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে তার পরিণতি কী হবে, সে বিষয়ে মস্কোকে সতর্ক করেছেন সিআইএ–প্রধান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭