ওয়ার্ল্ড ইনসাইড

আবারো ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা


প্রকাশ: 15/11/2022


Thumbnail

ইউরোপীয় ইউনিয়ন ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ২৯ ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

ব্যক্তিদের মধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, বিপ্লবী গার্ড প্রধান এবং প্রতিষ্ঠানের মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রয়েছে। 

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বিক্ষোভে দমন-পীড়নের বিরুদ্ধে ইইউ ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত ১৬ সেপ্টেম্বর মাসা আমিনি নামে  ২২ বছর বয়সী এক কুর্দি তরুণী ইরানের নৈতিক পুলিশ হেফাজতে নিহত হন। এর জেরে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

নিষেধাজ্ঞা আরোপ করে ইইউর বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিক্ষোভকারীদের ওপর অযাচিত সহিংসতার তীব্র নিন্দা জানাই। ইইউ ইরানের জনগণের সঙ্গে আছে এবং তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমর্থন করে। এর আগে ইরান মাসা আমিনির গ্রেফতারে জড়িত নৈতিক পুলিশের চার সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭