ইনসাইড বাংলাদেশ

কমিটির ঠিক নাই, সেই কমিটির মিটিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/02/2018


Thumbnail

বিএনপি কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে শনিবার। দলটি এমন এক কমিটির বৈঠক ডাকল যার গঠন প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।

স্থায়ী কমিটির সদস্য জে. (অব.) আ স ম হান্নান ও এম কে আনোয়ারের মৃত্যুতে দুটি পদ শূণ্য। ওই কমিটিতে আরও দুটি পদ শূণ্য। গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে চারজনই যদি না থাকেন তবে একে কোনো ভাবেই সম্পন্ন বলা যাবে না। একই ভাবে দলটির কার্যনির্বাহী কমিটির অনেক সদস্যও মারা গেছেন, কিন্তু এরপরও তারা বিএনপির কার্যনির্বাহী কমিটির তালিকায় জীবিত। এই কমিটিকে কোনো ভাবেই সুগঠিত বা সম্পন্ন বলা যাবে না। বরং অগঠিত, অসম্পন্ন বলাই উপযুক্ত। এমন কার্যনির্বাহী কমিটির কমিটির বৈঠক ডেকে সেখানে কয়জনকে আশা করছে বিএনপি? আর এর বৈঠক থেকে প্রত্যাশাই বা কী?



বিশেষজ্ঞদের মতে, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি সিনিয়ররা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েছেন। তারা কী করবে ভেবে না পেয়ে মিটিং নিয়েই ব্যস্ত। অথচ এই বৈঠকের জন্য কমিটির বিষয়টিও আগে থেকে সম্পন্ন করে রাখতে পারেনি তারা। বিএনপির এমন অগোছালো পদক্ষেপ দলটির সাংগঠনি দৈন্যতাকে বারবার ফুঁটিয়ে তুলছে দাবি বিশেষজ্ঞদের।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭