ইনসাইড গ্রাউন্ড

প্রস্তুতি ম্যাচের অপেক্ষায় আর্জেন্টিনা, শেষ সব টিকিট


প্রকাশ: 15/11/2022


Thumbnail

কাতারে ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র অল্প কিছুদিন। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সারছেন দলগুলো। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে। বিশ্বকাপে অংশ নিতে এরইমধ্যে আবুধাবিতে ক্যাম্প করেছে আর্জেন্টিনা। 

ক্লাব ফুটবলের ব্যস্ততা কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে আবুধাবিতে পা রেখেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে অংশ নিয়েছেন অনুশীলনে। মেসির সঙ্গে ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। দলের সাথে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছেন হোয়াকিন কোরেয়া, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, নিকোলাস ওতামেন্দিসহ বেশ কয়েকজন।

বিশ্বকাপের আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচ ঘিরে শিষ্যদের ঝালিয়ে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। আবুধাবির মোহাম্মাদ বিন জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। এ ম্যাচ ঘিরে আগ্রহের কমতি নেই দর্শকদের মাঝে। আলবিসিলেস্তেদের প্রস্তুতি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে ২৪ ঘন্টার মধ্যে।

আজও আল নাহিয়ান স্টেডিয়ামে অনুশীলন করবে আর্জেন্টিনা। এখানেও দর্শকদের উপস্থিতির সুযোগ রাখা হয়েছে। চাইলে টিকিট কেটে দেখা যাবে মেসি-ডি মারিয়াদের অনুশীলন। আর এই ট্রেনিং সেশন দিয়ে নিজেদের বোঝাপড়ার জায়গাটা ঠিকঠাক করে নিতে চায় আকাশি-নীল জার্সিধারিরা। কেননা ক্লাব ফুটবলে দীর্ঘসূচীর কারণে এবার সে বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্যাম্পের জন্য খুব একটা সময় পায়নি ফুটবলাররা।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭