ইনসাইড বাংলাদেশ

শিক্ষকের সম্মানে লাল গালিচা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/02/2018


Thumbnail

শিক্ষককে দেখে শ্রদ্ধায়-ভালোবাসায় মাথা নুয়ে আসে বাঙালির। পরিবারের পর একজন শিক্ষকই আমাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা দেন। পরিবার থেকে শুরু করে সমাজ সবখানেই শিক্ষকের জায়গাটা শ্রদ্ধার-সম্মানের-ভালোবাসার।

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যাক্তি হয়েও নিজের শিক্ষাগুরুকে সামনে পেয়ে সম্মান দিতে ভুলে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই হয়তো এমন বিরল দৃশ্যের মুখোমুখি হতে পারল গোটা জাতি।

বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘অমর একুশে গ্রন্থমেলার’ উদ্বোধন করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি শেখ হাসিনার শিক্ষক। আর সেই অনুষ্ঠানেই ছাত্র-শিক্ষকের চির অমলিন শ্রদ্ধা-ভালবাসার সম্পর্ককে সম্মান দেখিয়ে নিজ শিক্ষকের জন্য লাল গালিচা ছেড়ে হাঁটার অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সম্মান প্রদর্শন দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন দৃষ্টান্তকে অনুকরণীয় বলেই মত সবার। আসলেই তো ছাত্র-শিক্ষকের সম্পর্কটা এমনই হওয়া উচিৎ।

বাংলা ইনসাইডার/এসআর/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭