ওয়ার্ল্ড ইনসাইড

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৯০ জনের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/02/2018


Thumbnail

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৯০ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের অভিবাসন দফতর। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া তিন জন জানিয়েছে পানিতে ডুবে যাওয়া অভিবাসীদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক।

লিবিয়ার এই সমুদ্রপথটি দক্ষিণ ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের প্রধান রুট হয়ে উঠেছে । ইতিমধ্যেই লিবিয়ার সাগর তীরে দশটি মৃতদেহ পাওয়ার কথা জেনেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, বিপজ্জনক পথে ইতালি পৌঁছানোর চেষ্টাকারীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

দক্ষিণ ইউরোপে যাওয়ার অবৈধ নৌপথটি লিবিয়ার নাগরিকরা ব্যবহার করে না বলে দাবী করে আসছে দেশটির সরকার। তবে এবার নৌকাডুবিতে লিবিয়ার নাগরিকেরাও ছিলো বলে জানিয়েছে বিবিসি।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭