ইনসাইড গ্রাউন্ড

অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনালদো


প্রকাশ: 17/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে পর্তুগাল। তবে এর আগে দুঃসংবাদ পেয়েছে পর্তুগীজরা। হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েছে দলটির সবচেয়ে বড় তারকা ও জাতীয় দল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে জাতীয় দলের অনুশীলনেও যোগ দেননি তিনি।

দলটির কোচ ফার্নান্দো সান্তোস জানান, হঠাৎ করে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন সিআরসেভেন। ফলে বিশ্বকাপের আগে লিসবনে নাইজিরিয়ার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না রোনালদোর। পেটের সমস্যায় আক্রান্ত রোনালদোকে ঝুঁকি নিয়ে খেলাতে চায় না তার দল।

তবে রোনালদোর অসুস্থতা গুরুতর নয়। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ফলে বিশ্রাম শেষে দ্রুতই সুস্থ হয়ে রোনালদো দলের সাথে যোগ দেবেন বলে আশাবাদ পর্তুগীজ কোচের। এ নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা করেছেন সান্তোষ। তিনি বলেন, রোনালদো শারীরিকভাবে ভালো আছেন। তার অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭