ইনসাইড গ্রাউন্ড

কয়জন বদলি ফুটবলার নামতে পারবেন বিশ্বকাপে?


প্রকাশ: 17/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের মাধ্যমে অনেকগুলো প্রথমের সাথে পরিচিতি হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। স্বয়ংক্রিয় অফসাইড পদ্ধতি কিংবা বলে প্রযুক্তির ব্যবহারের মতো আরো নানা ধরেনর পরিবর্তন এসেছে এই বিশ্বকাপে। এবার বিশ্বকাপে কতজন বদলি ফুটবলার ব্যবহার করতে পারবে দলগুলো তা জানালো ফিফা। 

বিশ্বকাপের ইতিহাসে এবার সবচেয়ে বেশি সংখ্যক বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বড় দল নিয়ে কাতার যাবে ৩২ দল। আগের আসরগুলোতে ২৩ জনের স্কোয়াড থাকলেও, এবার তা বেড়ে দাড়িয়েছে ২৬ জনে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে এই বিশ্বকাপে পাঁচজন খেলোয়াড় বদলি নামাতে পারবেন কোচ। পূর্ববর্তী বিশ্বকাপগুলো সে সংখ্যা ছিল "তিন"।

আর নকআউট পর্বে কোনও ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে আরো একজন বদলি ফুটবলার ব্যবহারের সুযোগ পাবে প্রতিটি দল। তবে নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ না হলে অতিরিক্ত সময়েও ফুটবলার বদলানোর সুবিধা থাকবে। তবে সেক্ষেত্রে বাড়তি ৩০ মিনিটে তিনজনের বেশি খেলোয়াড় বদলাতে পারবে না কোন দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭