ইনসাইড গ্রাউন্ড

মেসিদের হারিয়ে শিরোপা জিততে চান নেইমার


প্রকাশ: 17/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপ যতই কাছে আসছে, ততই বেড়ে চলেছে উন্মাদনা। সমর্থকদের এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই ফুটবলাররাও। এ সে দলে নাম লেখালেন ব্রাজিল বিশ্বকাপ দলের তারকা নেইমার।

বার্সেলোনা ও পিএসজি ক্লাব সতীর্থ লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে চায় ব্রাজিল। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটা বিশেষ কিছু। এই দুই দলের লড়াই বাড়তি মাত্রা যোগ করে। আর সেটা যদি হয় বিশ্বকাপ ফাইনাল, তাহলে তো কথাই নেই।

হোর্হে ভালদানোকে দেয়া সাক্ষাৎকারে মেসি বিশ্বকাপ শিরোপা দৌড়ে কারা রয়েছেন- এমন প্রশ্নের উত্তরে ফেভারিটের তালিকায় রেখেছেন মেসিকে। সতীর্থের দেখা পথ অনুসরণ করে একই প্রশ্নের জবাবে আর্জেন্টিনার নাম জানান নেইমার। তবে শিরোপা মেসিদের হাতে নয়, দেখতে চান নিজেদের হাতে।

এদিকে, ব্রাজিলের আরেক কিবদন্তি ফুটবলার কাফু বলেছেন, এবার ব্রাজিল ফ্রান্সের মধ্যে হবে বিশ্বকাপের ফাইনাল। লুসা্ইল স্টেডিয়ামে সে ম্যাচে শিরোপা জিতে ২০ বছরের আক্ষেপের ইতি টানবে দল বলে বিশ্বাস ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭