ইনসাইড গ্রাউন্ড

"বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা"


প্রকাশ: 18/11/2022


Thumbnail

কাতার ফুটবল বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিচারে দলটিকে ফেভারিটের তালিকায় রেখেছেন সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা। এই বিশ্বকাপ দিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর বিষয়ে আশাবাদী অনেক সাবেক ফুটবলারও। এবার সে তালিকায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন দা ফেনোমেনন। তবে বাস্তবতা মেনে নিলেও মেসি-ডি মারিয়াদের সমর্থন করা তার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্জেন্টিনাকে বিবেচনার বাইরে রাখা কঠিন হবে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার কারণে, তারা ফেভারিট হলেও তাদেরকে সমর্থন করতে পারছি না। সেই সাথে এই তালিকায় নিজের দেশ ব্রাজিলের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেনকে রেখেছেন রোনালদো। 

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তিতের দলটি বেশ ভারসাম্যপূর্ণ বলেও মত তার। আগামী ২৪ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭